মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবারের জাতীয় নির্বাচন অতীতের সব রেকর্ড ভেঙে দেবে: রংপুরের পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

এবারের জাতীয় নির্বাচন অতীতের সব রেকর্ড ভেঙে দেবে: রংপুরের পুলিশ সুপার
রংপুরে সদ্য যোগদান করা পুলিশ সুপার মারুফাত হুসাইন।

এবারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মন্তব্য করেছেন রংপুরে সদ্য যোগদান করা পুলিশ সুপার মারুফাত হুসাইন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পুলিশ সুপার বলেন, আবু সাঈদের আত্মত্যাগ যেন কর্মের মাধ্যমে বিলীন না হয় সেই চেষ্টাই করব। এজন্য সমস্ত মতপার্থক্য ভুলে আমরা জাতির জন্য কাজ করব। বিগত নির্বাচন কেমন হয়েছে, আমরা সবাই জানি-সেটার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেভাবেই কাজ করব। এবারে নিশ্চিন্ত থাকুন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ এবং কোনো ধরনের ভয়-ভীতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।

thumbnail_44

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জনবল সীমিত-আপনাদের মাধ্যমে আমরা বহু গুরুত্বপূর্ণ তথ্য পাই, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে কাজ করা সম্ভব হয়। তাছাড়া জেলার মানুষ নিরাপত্তার মধ্যে থাকলে আমরা সবাই ভালো থাকব। জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব। সেই সাংবিধানিক দায়িত্ব আপনাদেরও আছে। তাই উভয়ের দায়িত্ব মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে, এট এনি কস্ট’

আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শহীদ আবু সাঈদের ওপর বন্দুক তাক করে গুলি করার দৃশ্য যদি সেই সময় মিডিয়ায় না আসতো, তাহলে ব্যক্তিগতভাবে মনে করি ৫ তারিখের বিদায় আরও পরে হতে পারত। আবার নাও হতে পারত। তাই যিনি জীবনের ঝুঁকি নিয়ে সেই ভিডিও ধারণ করেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর এরই মাধ্যমে সাংবাদিকদের ভূমিকায় জাতি উপকৃত হয় সেটাই প্রমাণিত হয়েছে।

Rangpur_sp_photo

পুলিশ সুপার আরও বলেন, আমরা এখন নির্বাচনি ট্রেনে উঠে গেছি। তফশিল ঘোষণার কথা পত্রপত্রিকায় ও বিভিন্ন মাধ্যমে দেখছি। এবারে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট সঠিকভাবে গণনা হয়ে যথাযথ ফলাফল ঘোষণা হয়- সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হবে। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব এবার।

নবাগত হিসেবে পুলিশ সুপার রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি লটারির মাধ্যমে এই জেলার দায়িত্ব পেয়েছি। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ-অতিরিক্ত দায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মেরিনা লাভলী, এ কে এম মইনুল হক, সাজ্জাদ হোসেন বাপ্পি, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর