সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরের খেয়াঘাটে ডিঙি নৌকায় পারাপারে ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরের খেয়াঘাটে ডিঙি নৌকায় পারাপারে ভোগান্তি চরমে
সাদুল্লাপুরের খেয়াঘাটে ডিঙি নৌকায় পারাপারে ভোগান্তি চরমে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকিদারের খেয়াঘাটে ডিঙি নৌকা দিয়ে প্রায় ২০ গ্রামের মানুষ পারাপার হয়ে থাকেন। এপাশে হাজারো ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। 

এতে অনেক সময় নৌকাডুবিসহ মোটরসাইকেল ও বাইসাইকেল পড়ে যায় পানিতে। সেইসঙ্গে ওপার-এপার থেকে কৃষি ফসল সংগ্রহ করতে নানান সমস্যা হয়। 


বিজ্ঞাপন


এছাড়াও হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তার জীবন নির্ভর করে সময়ের ওপর। একটু দেরি হলেই যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে এখানে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।   

আরও পড়ুন: সিলেটে ভয়াবহ লোডশেডিং

সরেজমিনে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার ঘাঘট নদীর চকিদারের খেয়াঘাট নামক স্থানে দেখা গেছে- নদী পারাপারে মানুষের চরম দুর্ভোগের দৃশ্য।

ভুক্তভোগীরা বলছেন, যখন জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়, তখন নদীর পাড়ে বৃদ্ধি পায় নেতা-কর্মীদের আনাগোনা। নির্বাচনী প্রার্থীরা অবিরাম ছুটে চলেন ঘাঘট তীরের মানুষের দুয়ারে দুয়ারে। এ সময় ডিঙি নৌকার স্থলে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা। তবে অর্ধশত বছরেও কথা রাখেনি কেউ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়েই হাজারো মানুষ চলাচল করছেন।    


বিজ্ঞাপন


সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, এখানে ব্রিজ না থাকায় রোগী-শিক্ষার্থীসহ হাজারো মানুষ প্রতিনিয়ত পার হন ডিঙি নৌকায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেইসঙ্গে এ এলাকার সন্তানদের বিয়ে করাতে অনেকটা বেগ পেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।    

আরও পড়ুন: বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

চান মিয়া নামের এক ব্যক্তি বলেন, চকিদারের খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু, তারা শুধু আশ্বাস দিয়েই আসছেন। আজও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।  

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, ওই স্থানে জনগণের খুব ভোগান্তি হচ্ছে। চকিদারের ঘাটে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। জরুরিভাবে ব্রিজ নির্মাণ করা দরকার। 

সাদুল্লাপুর উপজেলার প্রকৌশলী মো. মেনাজ বলেন, ইতোমধ্যে ওই স্থানে সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় যে শিগগিরই সেখানে একটি ব্রিজ নির্মাণ হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর