শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে ধান কাটার মেশিনের চাকার নিচে পড়ে শিশু নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে ধান কাটার মেশিনের চাকার নিচে পড়ে শিশু নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধান কাটার মেশিনের চাকার নিচে পড়ে আবির (৬) নামের এক শিশু নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এই বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুলতান মাহামুদ।

নিহত শিশু আবির গর্জনা গ্রামের সজিব হোসেনের ছেলে। আবির স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

আরও পড়ুন

বন্ধুর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেফতার

স্থানীয়রা জানান, ধান কাটার মেশিনের চালক মাঠের কাজ শেষ করে গর্জনা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় শিশু আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আবির।


বিজ্ঞাপন


সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুলতান মাহামুদ বলেন, আমরা শিশু আবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর