শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ দিমা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ দিমা
নিখোঁজ স্কুলছাত্রী দিমা ইসলাম।

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে দিমা ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (৩১ অক্টোবর) দিমার বাবা শিকদার শরিফুল ইসলাম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


বিজ্ঞাপন


নিখোঁজ দিমা কালিয়া উপজেলার বাঁকা গ্রামের শিকদার শরিফুল ইসলাম ও নিলুফা বেগম দম্পতির মেয়ে।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিমা নিজ উপজেলার বাঁকা গ্রামের নিজ বাড়ি থেকে পিয়ারী মংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও ওই স্কুলছাত্রীর কোনো সন্ধান মেলেনি। পরে দিমার বাবা শিকদার শরিফুল ইসলাম গত শুক্রবার কালিয়া থানায় মেয়ের সন্ধান চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

আরও পড়ুন

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

দিমার মা নিলুফা বেগম বলেন, আমার মেয়ে খুবই সহজ-সরল। সেদিন স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। আমরা খুব চিন্তায় আছি।


বিজ্ঞাপন


এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের বিষয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর