শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজলার দয়মীর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি হুমায়ুন মিয়া।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হারুন মিয়া ও মেয়ে আনিছা বেগম (১০)।

আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওসমানীনগরের দয়ামীর এলাকায় সিলেট থেকে হবিগঞ্জ গামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আনিছা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, দ্রুত তারিখ ঘোষণা করুন: দুলু


বিজ্ঞাপন


হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম  বলেন, বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। প্রাইভেটকার ও বাস আটক করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর