শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা এবং অন্য দু'জন মিয়ানমারের নাগরিক।

মঙ্গলনার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার ধুমপ্রাংবিল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি জায়েদ নূর। 

আটক আব্দুর রজ্জাক (৩৫),সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা, অন্য দু’জন যথাক্রমে নুর কবির (১৯) ও এরশাদ (২৬), তারা মিয়ানমারের মংডুর নেমেচের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে চান্দা ডাকাত গ্রেফতার

টেকনাফ মডেল থানার (ওসি) জায়েদ নূর বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ফরেনার এক্টে মামলা দায়ের করা হয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর