শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে চান্দা ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে চান্দা ডাকাত গ্রেফতার
নোয়াখালীতে চান্দা ডাকাত গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ কুখ্যাত সন্ত্রাসী চাঁন মিয়া ওরফে ‘চান্দা ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানিকগঞ্জে স্বর্ণালংকারের দোকানে ডাকাতি

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরজব্বার থানার ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চান্দা ডাকাত সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার


বিজ্ঞাপন


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার থেকে দক্ষিণে হোসনেয়ারা বাড়ির পথে অভিযান পরিচালনা করে। এ সময় চাঁন মিয়ার হেফাজত থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, চাঁন মিয়া দীর্ঘ দিন ধরে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করত, সাধারণ মানুষকে জুলুম-নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে উদ্ধারকৃত অস্ত্রটি দাঙ্গা-হাঙ্গামা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার চান্দা ডাকাতের বিরুদ্ধে চরজব্বার ও হাতিয়া থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

মিঠুন কুমার কুণ্ডু বলেন, দেশব্যাপী লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর