সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নার্সদের মারধর

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নার্সদের মারধর
নার্সের সঙ্গে বাগবিতণ্ডা।

২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একাধিক নার্সকে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এক রোগীর স্বজনরা এ ঘটনা ঘটানোর পর বিক্ষুব্ধ নার্সরা বেশ কিছু সময় হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া গ্রামের এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন তার স্বজনরা। এসময় দেলোয়ার নামে এক ব্যক্তি অনন্ত সূত্রধর নামে নার্সকে রোগীর জন্য ট্রলি আনতে বলেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে চাকরির পরীক্ষায় অসাধু উপায়ে সহযোগিতা, তিনজনের কারাদণ্ড

অনন্ত জানান, জরুরি বিভাগের ট্রলি অন্য এক রোগীর জন্য নেওয়া হয়েছে। এটা বলার পরই দেলোয়ার ও তার স্বজনরা তার ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। এসময় দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে মাঈনুদ্দিন নামে আরেক নার্সের ওপরও আক্রমণ করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000177257

ঘটনা জানার পরপরই বিক্ষুব্ধ নার্সরা সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করে দেন।

পুলিশ দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালের ভেতরে থাকা পুলিশের ‘অস্থায়ী ক্যাম্পে’ নিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর নার্সরা তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. নাসির জানান, ঘটনার পরপরই দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।

নার্সদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর