নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
![]()
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। টাকা ফেরত চেয়ে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন ফিরোজের বাড়িতে যায়। সেখানে কথা হয় ফিরোজের স্ত্রী ও মেয়ের সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সবার মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হয়। কিন্তু এরই মধ্যে স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপের কিছু সদস্য হঠাৎই হামলা চালায় ফিরোজের স্ত্রী ও মেয়ের ওপর। এতে আহত হয় অন্তত ২ জন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

