বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাগুরায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

মাগুরায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

মাগুরায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে বাদশা মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বাদশা মোল‌্যা স্থানীয়ভাবে একজন গ্রাম্য মাতব্বর হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে সেখানে উপস্থিত সাবেক নওশের মেম্বারের নেতৃত্বে আনোয়ারের ছেলে আবির হোসেন উত্তেজিত হয়ে অতর্কিত বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের ফলে গুরুতর জখম অবস্থায় বাদশা মোল‌্যা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত আনোয়ার মোল‌্যার বসতবাড়ির দু’টি ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ, সেনাবাহিনীর টহল দল ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী জানান, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর