রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে দুর্ঘটনায় দু’জন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় শিশু নিহত

শিবচর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে একই লেনে থাকা একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত


বিজ্ঞাপন


আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর