রসমালাই খেয়ে শিশুসহ ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পরদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলবাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট নামক প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম দেখা যায়। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, অবকাঠামোগত ত্রুটি, খাদ্যদ্রব্য যত্রতত্র খোলা ও অরক্ষিতভাবে সংরক্ষণ করতে দেখা যায়৷ অভিযানে মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পড়ে থাকতে দেখা যায়। এ শিরা ভোক্তাসাধারণের কাছে মিষ্টির সাথে বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছিল। মিষ্টি বিক্রির সঙ্গে জড়িত কর্মীরা কোনো প্রকারের ড্রেস কোড ছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করছিলেন।
এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

