শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইনরোড এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক নাইটগার্ডকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


নিহত আবু হানিফের বাবার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে। 

আরও পড়ুন: বিয়ের আশ্বাসে নারীকে গণধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জে তিনি খানপুরের ইতু ভিলাতেই থাকতেন। দুই মেয়ে ও এক ছেলেসহ তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি খানপুর মেইনরোডের ইতু ভিলার নাইটগার্ড। ওই ভবনের ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন তিনি। শিশুটি রোববার রাতে বিষয়টি তার মাকে জানায়। তার মা সোমবার দুপুরে ঘটনার কথা স্থানীয়দের জানায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ: গ্রেফতার হয়নি অভিযুক্ত 

তিনি আরও বলেন, এ ঘটনা জানার পর স্থানীয় কয়েকজন মিলে তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। তবে ঘটনার বিস্তারিত জানতে আমাদের কর্মকর্তারা তদন্ত করছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর