শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে জুলাই শহীদ রাকিবুল স্মৃতি ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে জুলাই শহীদ রাকিবুল স্মৃতি ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রাকিবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে এ পুরস্কার বিতরণ করেন শহীদ রাকিবুলের বাবা আবুবকর সিদ্দিক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় হরিণাকুণ্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ফাইনাল খেলায় হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ও চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব অংশ নেয়।

আরও পড়ুন

ফিফার অদ্ভুত নিয়মে র‍্যাঙ্কিংয়ের ২১০ নম্বর দলটিও খেলতে পারে বিশ্বকাপ

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, ফজলুর রহমান, প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান, প্রগতি স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সজিব মালিতা প্রমুখ।

শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের বাবা আবুবকর সিদ্দিক বলেন, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। আজকের তরুণ প্রজন্ম তাকে স্মরণ করছে। এই তরুণ প্রজন্মের মাঝেই আমার শহীদ সন্তান আজীবন বেঁচে থাকবে।


বিজ্ঞাপন


thumbnail_1000121808

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ক্রীড়াই তারুণ্যের শক্তি। এই তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রাকিবুল হোসেনের স্মরণে আজ যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারুণ্যের এই শক্তি ও নবচেতনার উন্মেষের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

খেলা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়ী চাঁদপুর স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর