বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা মনি গোসলের জন্য বাড়ির সামনের পুকুরে নামার পর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে কোথাও না দেখে খোঁজাখুঁজি করতে শুরু করে।
পরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শিশু আয়েশা মনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পানিতে ডুবে এক শিশু নিহতের ঘটনা শুনেছি। অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

