শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত 

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত 

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী মনিরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। এই ঘটনায় স্ত্রী মামুনী বেগম (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে৷ 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিহত মনিরুল ইসলাম ও আহত মামুনী বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দু’জনে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে চাকরি করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-১৬৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত এবং এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।   

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত


বিজ্ঞাপন


মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাঈল বলেন, শুক্রবার বিকেলে স্থানীয়রা মনিরুল ইসলাম ও তার স্ত্রী মামুনীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগে মনিরুল ইসলাম মারা যান এবং তার স্ত্রী মামুনীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম নামে একজন নিহত এবং তার স্ত্রী মামুনী বেগম গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর