মাগুরায় জাতীয় পর্যায়ের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মণিরামপুরে জামাই মেলায় কোটি টাকার মাছ বিক্রি
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় সাধারণ বিভাগে মিনাক্ষী দাস প্রথম এবং তিথী চাকি দ্বিতীয় স্থান অর্জন করে।
কিশোর বিভাগে নবনীতা সাহা প্রথম এবং সৃজা বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করে। বিজয়ীরা আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার কেন্দ্রীয় পর্যায়ে অংশ নেবে।
আরও পড়ুন: রাবিতে ‘মৎস্য চাষে ভবিষ্যৎ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় মান নির্ধারক হিসেবে কেন্দ্রীয় বিচারক প্যানেলের সদস্য বাদল দাস উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন - জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের মাগুরা শাখার সভাপতি মাজহারুল হক লিপু, সাংবাদিক খান রকিবুল হক, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ফজল মাহমুদ।
প্রতিনিধি/ এমইউ

