শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবিতে ‘মৎস্য চাষে ভবিষ্যৎ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

রাবিতে ‘মৎস্য চাষে ভবিষ্যৎ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর চাষে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে 'অ্যাডভান্স সাসটেইনেবল এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারি রুমে ফিশারিজ অনুষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকিব বলেন, 'ফিশারিজ বিভাগ গত কয়েক বছরে গবেষণায় প্রশংসনীয় অগ্রগতি করেছে। দেশের মৎস্য খাতে টেকসই উন্নয়নে এই বিভাগের শিক্ষক ও গবেষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে একটি আধুনিক গবেষণা ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে যাতে এ গবেষণা আরও ফলপ্রসূ হয়।'

তিনি আরও বলেন, 'উন্নয়নের মূল চাবিকাঠি গবেষণা। গবেষণার মাধ্যমেই জাতির সম্ভাবনা বিকশিত হয়। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ডিগ্রির পেছনে না ছুটে - গবেষণার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখুক।'

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দীন বলেন, 'মাছ উৎপাদন প্রাইমারি শিল্পের অন্তর্গত, কারণ এটি সরাসরি জলজ সম্পদ থেকে সংগৃহীত হয়। তবে দুঃখজনকভাবে বর্তমানে স্বাস্থ্যকর পরিবেশে মাছ উৎপাদনের হার খুবই কম। বাজারে অনেক মাছেই তীব্র গন্ধ থাকে, যা এর অস্বাস্থ্যকর উৎপাদনের প্রমাণ দেয়।'

অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর