রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেটের ভেতর মিলল ৩২০০ ইয়াবা, কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

পেটের ভেতর মিলল ৩২০০ ইয়াবা, কারবারি গ্রেফতার
গ্রেফতার মাদক কারবারি মো. মতিউর রহমান।

অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে বিক্রির উদ্দেশে নোয়াখালীতে আসা এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. মতিউর রহমান (৪৫)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা স্কুলের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মো. মতিউর রহমান নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম জেলার চন্দ্রনাইশ থানাধীন দোহাজারি নামক স্থান থেকে বিশেষ কৌশলে তার পেটের ভেতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে নোয়াখালীতে বিক্রির জন্য অবস্থান করছিল।

1000304425

গ্রেফতার আসামির দেওয়া তথ্য যাচাইয়ের জন্য তাকে নোয়াখালীর মডার্ন হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে তার পাকস্থলীতে ডিম্বাকার আকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সহায়তায় তাকে ৬৪টি ডিম্বাকার আকৃতির ইয়াবার প্যাকেট অপসারণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে সর্বমোট ৩ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুন

যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক ‎ ‎

গ্রেফতার মাদককারবারি মো. মতিউর রহমান ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের চন্দ্রনাইশ থানা এলাকায় বলে জানা যায়। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর