মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে
ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


বিজ্ঞাপন


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রাতে পানি আরও বৃদ্ধি হতে পারে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে হালকা প্লাবনের আশঙ্কা রয়েছে।

thumbnail_1000160537

এর আগে রোববার সকাল ৯টায় একই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। মাত্র সাত-আট ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে প্রায় ৯০ সেন্টিমিটার।

এদিকে হঠাৎ পানির এই বৃদ্ধি তিস্তা নদীর দুই তীরের স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন ঘরবাড়ি ও ফসলের ক্ষতি এড়াতে সতর্ক অবস্থায় রয়েছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। যদি আজ রাতে বৃষ্টি না হয়, তবে আগামীকাল ভোর নাগাদ পানি আবার বিপৎসীমার নিচে নেমে আসবে।

তিনি আরও জানান, বর্তমানে ব্যারাজের সব গেট খোলা রাখা হয়েছে যাতে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর