লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি সংগঠনের বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন জব্দ করা হয়।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নি.) মো. জুয়েল চৌধুরীর নেতৃত্বে লালমনিরহাট থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুরের জয়দেবপুর উপজেলার হারবাইত গ্রামের কালাই সিকদারের ছেলে মো. বেল্লাল হোসেন (৪১), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়ালকান্দি গ্রামের ইসাহাক মিয়ার ছেলে মো. অশিদ মিয়া (২৭) ও লালমনিরহাট দুরাকুটি গ্রামের সাইদুল ইসলামের মো. সোহাগ ইসলাম (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়। এসময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত বোল্ট কাটার মেশিন, ছোরা, হাসুয়া, লোহার পাইপ, রশি, গামছা, কচটেপ, একটি মোবাইল ফোন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি নীল রঙের ছয় চাকার পুরাতন পিকআপ।
বিজ্ঞাপন
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার।
প্রতিনিধি/এসএস

