রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩) ও তেলিউত্তা গ্রামের আব্দুল জাহিরের ছেলে জসিম মিয়া (২৫)।

আরও পড়ুন

চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি করায় জরিমানা

এর আগে শনিবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার মিরপুরগামী পাকা রাস্তার ওপর মাদক বিক্রি হচ্ছে। এসময় র‌্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় পাটের বস্তাসহ দুই কারবারি অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাটের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে ওই দুই কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ২২ কেজি গাঁজা। পরে আটক ব্যক্তিদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর