নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে রাবু শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (৫ অক্টবর) ভোরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাবু শিকদার ওই গ্রামের আসরাফ আলীর ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাবু শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক গত রোববার বাড়িতে আসেন। মালেশিয়ায় থাকাবস্থায় তিনি মাথায় আঘাত পান। বাড়িতে ফিরে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এরপর শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাবু।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার
পরে রোববার (৫ অক্টোবর) ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর স্বজনরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারনে তিনি আত্মহত্যা করেছেন? তা জানা যায়নি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

