শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লোহাগড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্যার লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

লোহাগড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্যার লিফলেট বিতরণ
লিফলেট বিতরণ করেছেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্যা।

নড়াইলের লোহাগড়ায় দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্যা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


লিফলেট বিতরণকালে তুহিন মোল্যা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাস থেকেও আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ'।

আরও পড়ুন

জামায়াতের বিএনপির সাথে দূরত্বের ফলাফল হবে নেতিবাচক: খৈয়ম

এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক মো. সেলিম কাজী, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শান্টু, সহ-সভাপতি সৈয়দ আব্দুর সবুর, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিল্টন জমাদার, সহ-সভাপতি আসাদুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এ এস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর