বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাহাড়কে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে: সেনা কর্মকর্তা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

‘পাহাড়কে অস্থিতিশীল করতে পরিকল্পনা করা হচ্ছে’
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, একটি ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করা হচ্ছে। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে বৃহৎ পরিকল্পনা করছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় শিশু নিহত

জাতীয় নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, সামনে দেশে অনেক বড় কিছু বিষয় রয়েছে, যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করছে ইউপিডিএফ। এটা তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। এ ঘটনার রেশ তিন পার্বত্য জেলায়ও পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১


বিজ্ঞাপন


সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পুরো শহরে সংঘর্ষে লিপ্ত হয়। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণের পর গুইমারায় গিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটে। এর জন্য তিনি দায়ী করেন ইউপিডিএফকে।

প্রতিনিধি/এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর