রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে ৭ লাখ শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ৭ লাখ শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে কনসালটেশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ। এতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ কর্মশালায় জানানো হয়- হবিগঞ্জ জেলায় ৭ লাখ ২৬ হাজার ১২৬ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন।

আরও পড়ুন

দেড় মাসে টাইফয়েড টিকার নিবন্ধন ৮৯ লাখ ছাড়াল

কর্মশালায় সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা পেতে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কার্ড। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। হবিগঞ্জে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে স্কুলে না যাওয়া শিশুদের।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর