মাত্র ১৪ বছর বয়সী এক শিশু বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। ফরিদপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের হস্তক্ষেপে এই বাল্যবিবাহ বন্ধ হয়। এসময় ওই শিশুর মাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রোববার (২১ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে চরমাধবদিয়া ইউনিয়নের করিম মাতুব্বরের পাড়া এলাকায় মোছা. আরিফা আক্তারের (১৪) বিয়ের আয়োজন চলছিল। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কনের মাকে দশ হাজার টাকা জরিমানা করেন। তবে বর ও কনেকে এসময় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের করিম মাতুব্বর ডাংগি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মোছা. আরিফা আক্তার (১৪) নামে এক মেয়ের সঙ্গে অম্বিকাপুর ইউনিয়নের ১৭ বছর বয়সী কিশোরের বিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও কিশোর পলাতক। বর পক্ষের কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কন্যার বাবা প্রবাসে থাকায় মা ও খালার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানে পুলিশ ও শাপলা সংস্থা উপস্থিত ছিল।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

