মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেছেন, আত্মমর্যাদা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি গড়ে ওঠে আর্থিক সক্ষমতা ও সচেতনতার মাধ্যমে। যদি আত্মমর্যাদা তৈরি না হয়, তবে ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রেই মানুষ ইতিবাচক অবদান রাখতে পারে না।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জে সহস্রাধিক নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ ছাত্রী অংশগ্রহণ করেন।
![]()
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি আত্মমর্যাদা ও আর্থিক স্বাধীনতার বিষয়ে সচেতন হয়, তবে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মমর্যাদা ও ফিনান্সিয়াল ফ্রিডম সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। এখন থেকেই ক্যারিয়ার পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে ভাবতে হবে। তাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নের জন্য সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
![]()
বিজ্ঞাপন
এসময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে দেয়। মেয়েদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য পরিবার ও সমাজের সহায়তা অপরিহার্য।
![]()
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার। তিনি কর্মজীবনে মেয়েদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্যারিয়ার শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মেয়ের উচিত তার সক্ষমতা, আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে পরিকল্পনা করা। সরকারি-বেসরকারি চাকরি ছাড়াও উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন সাহস, দক্ষতা ও ধৈর্য।
![]()
এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি মহিলা কলেজের প্রভাষক শামীমা নাসরিন ও স্কয়ার হাসপাতালের আএএমও ডা. সিনথিয়া খানম অর্নি। তারা কর্মক্ষেত্রে মেয়েদের চ্যালেঞ্জ, স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দক্ষতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
![]()
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রীদের ক্যারিয়ার প্ল্যানিং হলো সময়ের দাবি। তাদেরকে শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।
![]()
সেমিনারে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় এক হাজার ছাত্রী এবং এভিজেএম স্কুলের দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে আলোচনা শোনেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
প্রতিনিধি/এসএস

