বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চকোলেট ও খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী। উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা ।শিক্ষাবান্ধব কাজের আগ্রহ থেকে নিজস্ব অর্থে এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ছাত্র নেতা অনিক মাহবুব চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ, ও সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন।
বিজ্ঞাপন
এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের চকোলেট ও নানা খেলাধুলার সামগ্রী উপহার দেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুলের পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন ও প্রত্যেকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, শিক্ষা হলো একটি জাতির মূলভিত্তি। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সমান প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের আনন্দ ও অনুপ্রেরণা জোগানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা। আমরা চাই তারা একটি সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করুক, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বিজ্ঞাপন
ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাস করে এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের এই উদ্যোগ কেবল শুরু মাত্র। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে জেলার সবকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় অনিক মাহবুব চৌধুরীর সঙ্গে ছিলেন- সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি,সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক-আশরাফুল ইসলাম দীপ।
প্রতিনিধি/এসএস

