হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার তিন দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
বিজ্ঞাপন
নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
আরও পড়ুন: মাগুরায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দু’দিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়-স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন এবং মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
পাইকপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক মিয়া স্থানীয়দের বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১
তিনি বলেন, মুনতাহা সুতাং নদীতে পড়ে গেলে আরেকটি শিশু তার বাড়িতে এসে খবর দেয়। তবে পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই স্রোতে ভেসে যায় শিশুটি।
চুনারুঘাট থানার এসআই সালাহ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে একটি শিশুর লাশ উদ্ধারের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।
প্রতিনিধি/ এমইউ

