সারাদেশের ন্যায় ফেনীতেও ডিপ্লোমা শিক্ষার্থীরা রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ৪ দফা দাবিতে শিক্ষার্থীরা ফেনী শহরের হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেল গেইট এসে রাস্তায় বসে যায়। এতে করে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সড়ক যাতায়াত বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় ফেনী শহরের রেলগেইট, মিজান রোড, কলেজরোডে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
![]()
একইসঙ্গে রেলপথ অবরোধ থাকার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লার গুনবতিতে ৪০ মিনিট অপেক্ষমাণ ছিল। পরে দুপুর ১টার পর তারা অবরোধ প্রত্যাহার করলে রেল ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়।
![]()
আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
বিজ্ঞাপন
![]()
ডিপ্লোমা ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি রফিকুল ইসলাম রাতুল বলেন, শিক্ষকেরাও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করছেন। বিক্ষোভে অংশ নিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ, কম্পিউটার ইনস্টিটিউট, আইসিএসটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুজ্জামান বলেন, শিক্ষার্থীরা রেলগেইট অবরোধ করায় ফেনী শহরের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি বন্ধ হয়ে শহরে যানজট সৃষ্টি হয়। ১ ঘণ্টা ধরে রেল চলাচল বন্ধ ছিল। অবরোধ শেষ হওয়ার পর সব কিছুই স্বাভাবিক রয়েছে।
ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন বলেন, ফেনীর রেল গেইটে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রতিনিধি/এসএস

