রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে পাগলা ঘোড়ার লাথি ও কামড়ে আহত ১৮

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে পাগলা ঘোড়ার লাথি ও কামড়ে আহত ১৮

ফরিদপুরে একটি পাগলা ঘোড়ার লাথি ও কামড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে, তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জেলার বোয়ালমারী উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এছাড়াও গত দু’দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে এবং লাথিতে অন্তত বিশজনের মতো আহত হন। এছাড়া আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

আহতদের মধ্যে কয়েকজন হলেন - উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম(৩৪)। বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের দেওয়া তথ্য মতে ধারণা করা হচ্ছে যে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি পাগল হয়ে গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার 

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঢাকা মেইলকে বলেন, আমরা ঘোড়াটিকে খুঁজছি। খোঁজ পেলেই ঘোড়াটিকে আটক করা হবে। এছাড়া ঘোড়ার মালিকের সন্ধানেও আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছি। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর