নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অ্যাপস) মো. ইব্রাহিম।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন— বেগমগঞ্জ উপজেলার মৃত নুর আলম চৌধুরীর ছেলে মো. আজাদ (৩০) ও মৃত লেদু মিয়ার ছেলে মো. ইউসুফ (৪০)।
প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সময় তাদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি

