রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ একরামুল হক (৪৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টায় কুড়িগ্রামের ফুলবাড়ি থানার নাওডাঙ্গা গ্রামের একরামুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একরামুল হকের শয়ন কক্ষের ওয়ারড্রবের ভেতর থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার একরামুল হক মৃত হজরত আলীর ছেলে।

আরও পড়ুন

নেত্রকোনায় ভারতীয় মদসহ যুবক আটক

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার একরামুল হককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর