ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত নুর আলম ইসলাম রিদয়সহ (২৮) তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলসহ আরও একজনকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।
বিজ্ঞাপন
![]()
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিপাড়া এলাকা থেকে রিদয়কে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে চোরাই মোটরসাইকেলসহ সাজ্জাদকে এবং এর আগে দুপুরেই মাসুদকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শেখ আবুল কালামের ছেলে নুর আলম ইসলাম ওরফে জুলাই যোদ্ধা রিদয় (২৮), মুন্সি পাড়া এলাকার মাজাহারুলের ছেলে রিফাদ হাসান মাসুদ (২৪) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুবেদ আলী চোরের ছেলে সজিব হোসেন সাজ্জাদ (২৭)।
বিজ্ঞাপন
![]()
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ জানান, গত দুইদিনে ঠাকুরগাঁও দেশ এক্সরের সামনে থেকে একটি বাজাজ ডিসকোভার ১২৫ ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মূল দুই চোরকে শনাক্ত করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধারসহ ক্রেতাকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এরা একটি বড় চক্রের সদস্য। আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। খুব শিগগিরই পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস

