রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৈলকূপায় ইয়াবার বড় চালানসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

শৈলকূপায় ইয়াবার বড় চালানসহ যুবক আটক

ঝিনাইদহের শৈলকূপায় ২০৪০ পিস ইয়াবাসহ অন্তর মণ্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার মাঠপাড়া থেকে অন্তর মণ্ডলকে ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।


বিজ্ঞাপন


অন্তর মণ্ডল শৈলকূপা পৌরসভার মাঠপাড়া গ্রামের রশিদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর মণ্ডলের বাড়িতে অভিযান চালায় শৈলকূপা পুলিশ। সে সময় তার ঘর থেকে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৯০ টাকা এবং খুচরা বিক্রির কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। পরে আসামিকে থানায় আনা হয়।

আরও পড়ুন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ

শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, সে এলাকার মাদক কারবারি এবং মাদকসেবী। পুলিশ অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে ইয়াবার বড় চালান জব্দ করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর