রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ

সিলেটের উসমানীনগর থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব: ৯-এর একটি অভিযানিক দল মৌলভীবাজার সদরের শেরপুর হাইওয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় জানা যায় যে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকার একটি গোডাউনে আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি রয়েছে। 

পরে র‌্যারের একটি অভিযানিক দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে সুব্রতকর নামক এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় - উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেখানো মতে গোডাউন ঘরে তল্লাশি করে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করে র‌্যাব। 

আরও পড়ুন: সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর