হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রিকশাওয়ালা স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ
গ্রেফতার ব্যক্তিরা হলেন - হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিল ওরফে আব্দুল গণির ছেলে মো. শিপন মিয়া (২২), গোপালগঞ্জ জেলা সদরের কাজুলিয়া গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে মো. হাবিবুর হাওলাদার (২৪) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার খামার ধল্লা গ্রামের মৃত কাজী মোকাদ্দেছ আলীর ছেলে কাজী সোহেল রানা (৩৪)।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিজ্ঞাপন
এর আগে বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার হয়। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

