বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার রাতে ঢাকা মহানগরের দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব: ৮-এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
বিজ্ঞাপন
গ্রেফতার মেহেদী হাসান (৩০) মেহেন্দিগঞ্জের হাসানপুর গ্রামের নান্নু দেওয়ানের ছেলে।
আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক
র্যাব জানায়, মেহেন্দিগঞ্জে চলতি বছরের ১০ জুলাই সন্ধ্যায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে জ্বালানি হিসেবে সুপারি গাছের পাতা সংগ্রহে যায় ৩১ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। তখন কয়েকজন ব্যক্তি ওই তরুণীকে ঘিরে ধরে মুখ চেপে ধর্ষণ করে। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে।
এই ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। তখন তরুণীর চিৎকারে তার মা ও বোন ঘটনাস্থলে জাহির হলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
আদালতের নির্দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবে মেহেদীকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব: ৮-এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

