রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাছের ডাল কেটে পাখির আবাসস্থল ধ্বংস, অভিযুক্তকে জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

গাছের ডাল কেটে পাখির আবাসস্থল ধ্বংস, অভিযুক্তকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে মুজিবর রহমান পান্না নামে স্থানীয় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানোর আগ পর্যন্ত ১০টি ছিদ্রযুক্ত হাঁড়ি বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) ভোরে ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই গাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি আশ্রয় নিত। কিন্তু ডালপালা কেটে ফেলার কারণে পাখিরা আবাসস্থল হারিয়ে ছুটোছুটি করতে থাকে। পরে বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় বুধবার সকালে লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

আরও পড়ুন: উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার 


বিজ্ঞাপন


এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গাছে নতুন পাতা গজানোর আগ পর্যন্ত ১০টি ছিদ্রযুক্ত হাঁড়ি বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর