হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে ‘হাওড় রক্ষায় আমরা’, ‘ধরা ও খোয়াই রিভার ওয়াটার কিপারে’র উদ্যোগে ‘স্কুল প্রাঙ্গণে সবুজায়ন’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতিতে হাওড় এলাকায় শতাধিক গাছের চারা রোপণ ও ৩ শতাধিক তালের বীজ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ধরিত্রী রক্ষায় ও (ধরা) হবিগঞ্জ জেলা আহ্বায়ক তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব।
ধরা জেলা শাখার নির্বাহী সদস্য মো. বাহার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, গাছ মামা খ্যাত মো. রায়হান, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের আবহাওয়ার লক্ষণীয় পরিবর্তন হয়ে গেছে। যে সময় হাওড়ে পানি থাকার কথা সে সময় পানি নেই, মাছ নেই। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে।
অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশ ও স্কুল প্রাঙ্গণকে সুন্দর রাখতে গাছ লাগানো ও যত্ন করতে হবে।
সভাপতির বক্তব্যে তাহমিনা বেগম গিনি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ লাগানো ও সংরক্ষণ জরুরি। আমরা এলাকাবাসীদের উদ্বুদ্ধ করতে এরকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি।
প্রতিনিধি/এসএস

