রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা থেকে সোনাইছড়ি রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক আবু তাহের (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন।

আরও পড়ুন

ইয়াবাকাণ্ডে পাবনার সেই যুবদল ও কৃষকদল নেতা বহিষ্কার

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়। এসময় একটি কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


ওসি আরিফ হোসাইন জানান, আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর