রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়াবাকাণ্ডে পাবনার সেই যুবদল ও কৃষকদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

ইয়াবাকাণ্ডে পাবনার সেই যুবদল ও কৃষকদল নেতা বহিষ্কার

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এবং পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এবং সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পৃথক বহিষ্কারাদেশের মাধ্যমে তাদেরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় সংগঠন দু’টি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ধর্ষণ হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

বহিষ্কার ব্যক্তিরা হলেন- পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও‌ সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মণ্ডল এবং পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম র‌ইসের ছেলে রাশেদ রানা।

thumbnail_FB_IMG_1756746212386

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা কৃষক দলের এক বহিষ্কারাদেশে বলা হয়েছে, পাবনা জেলার অধীনে পাবনা সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে অনভিপ্রেত/অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রচার হয়। ৩১ আগস্ট  সিরাজগঞ্জ থানায় তিনি পুলিশ কর্তৃক গ্রেফতার হন। যে কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকে দল থেকে অব্যাহতি প্রদান করছে। কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংসদের কাছে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


বিজ্ঞাপন


thumbnail_Abdul_mojid_mondol

সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

thumbnail_Rased_Rana

উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক র‍‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর