ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়ে জব্দ করা ড্রেজার ছিনিয়ে নিয়েছে কিশোরগঞ্জের ভৈরবের বালু সিন্ডিকেটের লোকজন। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের হত্যার হুমকি এবং জব্দ করা ড্রেজার ছিনতাইয়ের অভিযোগে আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক মো. জীবন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন

এর আগে ভোরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নরসিংদী জেলার রায়পুরার আমজাদ হোসেন ও কিশোরগঞ্জ জেলার ভৈরবের মোহাম্মদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ১৫ ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন
পরে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড নদীর তীরে আনার সময় ‘মরিয়ম’ নামের একটি ড্রেজারে ভৈরবপুর এলাকার কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ভৈরব উপজেলার বিএনপি নেতা তারেক মিয়ার নেতৃত্বে তারা ড্রেজারটি ছিনিয়ে নেয় এবং ইউএনওসহ কর্মকর্তাদের হত্যার হুমকি প্রদান করে।
![]()
মামলার আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর এলাকার মো. সোনা মিয়ার ছেলে মো. তারেক মিয়া (৫০), মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজু মিয়া (৪০), হাজী জহিরুল ইসলামের (জুরু মেম্বার) ছেলে মো. শহিদুল হক (ইমন) (৪২), মো. কাওছার মিয়ার ছেলে মো. লাদেন (২৮), মো. হানিফ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৫), মো. মাসুদ মোল্লা (৩৮) ও মো. জিল্লুর রহমানের ছেলে মো. সোহান মিয়া (৩৬)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বলেন, অভিযোগ পেয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস

