রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবিতে ফ্যাসিবাদী প্রশাসনের গবেষণা নীতি বাতিলের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

ইবিতে ফ্যাসিবাদী প্রশাসনের গবেষণা নীতি বাতিলের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পতিত স্বৈরাচার প্রশাসনের প্রণীত গবেষণা নীতি বাতিল ও নতুন করে নীতিমালা প্রণয়ন এবং পুনরায় ভর্তি নিশ্চিত করার ৩ দফা দাবিতে মানববন্ধন এবং ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।


বিজ্ঞাপন


এসময় সংগঠনটির সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক আহমাদ গালিব, সহ-সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গণধর্ষণের হুমকির প্রতিবাদের ইবি ছাত্রদলের বিক্ষোভ

শাখা সভাপতি নূর আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে গবেষণার ওপর জোর দিতে এবং তার জন্য বাজেট বাড়াতে বলছি। আমরা বলে আসছি, গবেষণার যে নীতিমালা আছে তার সংস্কার করতে হবে এবং শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের গবেষণা নীতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। অন্য জায়গায় যেমন এমফিল-পিএইচডিতে ভর্তির জন্য সর্বনিম্ন সিজি ৩.০০ পয়েন্ট রাখা হয়েছে সেখানে ইবিতে রাখা হয়েছে ৩.৫০। যেটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

1000126645


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার তাদের এই অযৌক্তিক নিয়ম আমাদের ওপর চাপিয়ে দিয়ে গবেষণাকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই আপনারা স্বৈরাচারের এই নীতি পরিবর্তন করুন। আজকে আমরা তিনটি দাবিতে এখানে দাঁড়িয়ে আছি।

দাবিগুলো হলো –

পতিত স্বৈরাচার প্রশাসনের প্রণীত গবেষণা নীতি অবিলম্বে বাতিল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণীত নীতিমালার সঙ্গে সমন্বয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণা নীতি প্রণয়ন করতে হবে। বিদ্যমান ভর্তি পরীক্ষা নীতি বাতিল করতে করে, নতুন নীতি প্রণয়ন এবং পুনরায় এম.ফিল ও পিএইচ.ডি ভর্তির সুযোগ দিতে হবে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে যদি আপনারা এর একটি দিকনির্দেশনামূলক রূপরেখা না দিতে পারেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর