রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গোপসাগরে জেলের জালে ১৫ কেজির পাঙাশ, ১৮ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে জেলের জালে ১৫ কেজির পাঙাশ, ১৮ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের এক পাঙাস মাছ। মাছটি বন্দরে নিয়ে এলে দেখার জন্য ভিড় করেন অনেকেই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ২০০ টাকা। মাছটি কেনেন মৃধা ফিসের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন।


বিজ্ঞাপন


এর আগে গত ৩১ আগস্ট (রোববার) বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় জেলের জালে আরও একটি বড় পঙাশ ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।

আরও পড়ুন

পদ্মার ২৫ কেজির পাঙাশ সাড়ে ৬৭ হাজারে বিক্রি

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙাশের মাংস নরম ও স্বাদে অনন্য হওয়ায় দামও কয়েকগুণ বেশি। এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়।


বিজ্ঞাপন


কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটা জেলেদের জন্য খুশির খবর। সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর