রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নরসিংদীর শিবপুরে স্বামী মো. হাসান মোল্লার (২৮) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী তানিয়া আক্তার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পশ্চিম মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী মো. হাসান মোল্লা পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।

আরও পড়ুন

ফরিদপুরে স্বামীর বটির আঘাতে স্ত্রীর মৃত্যু

জানা যায়, মো. হাসান মোল্লা ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ির ডিউটি শেষে বাড়িতে এসে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। এসময় হাসেমের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় এলাকাবাসী ঘাতক স্ত্রীকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে আছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর