রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনপুরায় কাঁকড়া শিকারিসহ বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

মনপুরায় কাঁকড়া শিকারিসহ বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

ভোলার মনপুরায় জীবন দাস নামের এক কাঁকড়া শিকারিসহ বজ্রপাতে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ও কাজির চর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুলা খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত জীবন দাস উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসস্থলের বাসিন্দা।

আরও পড়ুন: শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


ওসি জানান, সোমবার বিকেলে হঠাৎ করে মনপুরায় ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় তিন কৃষকের পাঁচটি গরু ও কাঁকড়া শিকারি জীবন দাস বজ্রপাতে মারা যান। পাঁচ গরুর মধ্যে তিনটি হাজিরহাট ইউনিয়নের জিয়া উদ্দিন মিয়ার আরেকটি উত্তর সাকুচিয়া ইউনিয়নের জাকির হোসেন মাঝির এবং অপরটি একই এলাকার ইয়াছিন মাঝির। জীবন দাস বজ্রপাতের সময় কাজির চরে কাঁকড়া শিকার করছিলেন।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, কাঁকড়া শিকারি জীবন দাসসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর