রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। নিহতদের বাড়ি পঞ্চগড়, রংপুরের গাইবান্ধা ও বগুড়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের কাজসহ অন্যান্য কাজ করছিলেন নিহত শ্রমিকরা।

দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে ওপরের ঢাকনা লাগানোর কাজ করতে গিয়ে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 

এরপর ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভেতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর