চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা
নিহত ব্যবসায়ীর নাম খায়ের উদ্দিন ডালিম (৩০)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলোকদিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। বারইয়ারহাট পৌরবাজারের কামার গলিতে পাওয়ার ইলেকট্রনিকস নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘খায়ের উদ্দিন ডালিমের মরদেহ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। রোববার সকালে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।’
প্রতিনিধি/ এমইউ

